উল্লাপাড়া এলাকার সকল গ্রামের গরিব ধনী মুসলিম পরিবারের সন্তানদের শিক্ষার আলোতে আলোকিত করে সবাইকে সত্যের সন্ধান দিতে আমরা বদ্ধ পরিকর। কোন স্থাপনাকে বড় করতে হলে তার ভিত শক্ত করতে হয়। মাদরাসা শিক্ষার ভিত শক্ত, কচি-কাচা তরুণ মনকে সত্য, ন্যায়বিচারক ও আদর্শবান মানুষ বানাতে অক্লান্ত চেষ্টা করা হচ্ছে বলেই আমাদের বিশ্বাস ।
সন্তানকে অর্থ উপার্যনের মেশিন বানানোর চিন্তা থেকে বিরত থাকা। তাকে একজন আদর্শবান মানুষ বানানোর চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ। এতে দুনিয়াতে প্রয়োজনীয় অর্থ সম্পদ আখেরাতে জান্নাত পাওয়ার আশা করা যায়। আল্লাহ্ বলেন,’তোমরাই শ্রেষ্ট ও উত্তম’, যদি তোমরা মু’মিন হও (শর্ত)। আমাদের মাদরাসার উদ্দেশ্য মু’মিন তৈরী করা।
আদিকাল থেকে গ্রাম বাংলার অধিকাংশ মুসলিম নিজেকে অধম মনে করে। বেশী জমি থাকার কারনে জমিদার, অধীক অর্থ থাকার কারনে ধনী, ধর্মীয় লেবাসের কারনে বেশী ধার্মিক মনে করা।তাদের প্রতি অতি ভক্তি-শ্রদ্ধা দেখাতে গিয়ে নিজেকে ছোট মনে করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ্র কথা সত্য প্রমান করতে নিজেকে ও সন্তানকে মু’মিন বানাতে চেষ্ট করতে হবে। কুরআনে মু’মিন নামে একটি সূরাই আছে। অন্য সূরাতেও মু’মিনের বিস্তারিত বর্ণনা আছে। সবার উপরে মু’মিন সত্য, তাঁর উপরে কেহ নেই।সরকার অনুমোদিত এই মাদরাসা থেকে দাখিল ১০ম শ্রেণী (এস.এস.সি) পাশ করলে, মাদরাসা লাইনে আলীম (এই.এস.সি), ফাজিল (ডিগ্রী), কামিল (মাষ্টার ডিগ্রী) অধ্যায়ন করতে পারবে। অন্যদিকে কলেজ, পলিটেকনিক সহ যে কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন ও উচ্চ শিক্ষার দ্বারও উন্মুক্ত থাকবে। সিদ্ধান্ত আপনার, আমরা শুধু পথ প্রদর্শন করছি।
মাদরাসা প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের বানী।